Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

ইউনিয়ন  মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস রয়েছে। এই কার্যালয়টি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত।

১ম পর্যায়ের ১৩৬টি কার্যালয়ে জনবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ১জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ২জন এবং ২য় পর্যায়ের ২৬০টি কার্যালয়ের জনবল উপজেলা কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ১জন। নিকার অনুমোদিত ১৬টি উপজেলার জনবল কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম

কি সেবা কিভাবে পাবেন

ভিজিডি কর্মসূচী--- ইউনিয়ন পরিষদের মাধ্যমে

 

 

                             মাথাপিছু মাসিক ৩০ কেজি চাল /গম

                             প্রশিক্ষন

                             সঞ্চয়

 

মহিলাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম-- মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে

 

 

                           মাথাপিছু ৫০০০/- থেকে ১৫০০০/- পর্যন্ত।

                          বিভিন্ন আয় বর্ধক কাজের জন্য।

 

 মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন-- মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে

 

                           প্রতি বছর সরকারী এককালিন অনুদান ও ঋণ সুবিধা।

 

 

নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ-- মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে

                                 

                                               নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধের প্রচেষ্টা গ্রহন।

সিটিজেন চার্টার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,

 

ক্রমিক নং

     কার্যক্রম

       সেবার ধরন

সেবা  গ্রহনকারী

সেবা প্রদানের

সময়সীমা

মমত্মব্য

   ০১.

দুঃস্হ মহিলা উন্নয়ন কর্মসূচী

(ভিজিডি কর্মসূচী)

ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ

প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরণ ।

এই কার্যক্রমের অধীনে

ভিজিডি কার্ডধারী

মহিলাদেরকে

ক)২(দুই) বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।

খ)আয়বর্ধক সচেতনতা

বিষয়ক প্রশিক্ষণ

দেয়া হয়।

গ)মাসিক সঞ্চয় জমার

মাধ্যমে সঞ্চয়ে উদ্বুদ্ধ

করা হয় এবং ২(দুই)

বৎসরমেয়াদ শেষে

সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান করা হয়।

ঘ)ভিজিডি চক্রশেষে

প্রশিক্ষণ

প্রাপ্ত মহিলাদের

ঋণ সুবিধা প্রদান করা হয়।

 

দারিদ্রপীড়িত

ও দু:সহ    গ্রামীন  মহিলা।

  ৬মাস

 

    ০২.

 

 

 

 

 

 

 

 

 

 

 

     ০৩.

 

 

  

  

 

 

 

 

 

 

    ০৪.

 

 

 

 

 

 

 

    

 

 

 

 

 

    ০৫.

 

 

 

 

 

 

 

 

 

 

 

    ০৬.

 

 

 

 

 

 

দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন

ভাতা কর্মসূচী।

 

 

 

 

 

 

 

 

 

ক্ষুদ্রঋণ কার্যক্রম

 

 

 

 

 

 

 

 

 

নারী  ও শিশু

নির্যাতন

প্রতিরোধ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সেচ্ছাসেবী

মহিলাসমিতি

নিবন্ধন।

 

 

 

 

 

 

 

 

 

সচেতনতা

বৃদ্ধি এবং

সমতামূলক

কার্যক্রম।

 

 

 

 

ক)মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/- টাকা হারে দুইবৎসরমেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়।

খ) সনত্মান প্রসব পূর্ব ও পরবর্তী মা ও শিশুর স্বাস্থ্যসেবার বিষয়ে ভাতাভোগীদের নির্ধারিত এন. জি.ও-র মাধ্যমে ইউনিয়ণ ভিত্তিক প্রশিক্ষণ

 প্রদান করা  হয়।

ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায়

দু:স্থ অসহায় ও প্রশিক্ষিত  নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রঋণ প্রদান করা।

 এ কার্যক্রমের আওতায়---

 ক)    ৫০০০/- টাকা

 থেকে (১৫,০০০/-)

টাকা পর্যমত্ম সহজশর্তে ঋণ

প্রদান করা হয়।

খ)ঋণ গ্রহীতাদের সংগে শুধুমাত্র ৫%থেকে ১০%

হারে সার্ভিস চার্জ প্রদান

করতে হয়।

মহিলা ও শিশুদের

আইনগত সহায়তা

প্রদানের ্লক্ষে উপজেলা

পর্যায়ে গঠিত নারী ও

শিশু নির্যাতন প্রতিরোধ

কমিটি---

ক) স্থানীয়ভাবে নারী ও

শিশু নির্যাতনমূলক

অভিযোগের প্রেক্ষিতে

প্রয়োজনীয় আইনগত

পদক্ষে প গ্রহনের ব্যবস্থা      

করা হয়।

খ)কোর্ট থেকে পাঠানো

মামলাসমূহের নির্ধারিত

সময়ের মধ্যে সরেজমিনে

তদমত্ম পূর্বক প্রতিবেদন

প্রেরণ করা হয়।

ক) উন্নয়ণ কর্সসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠীর  মধ্যে সম্প্রসারণ

করার লক্ষে স্বেচছাসেবী   মহিলা  সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা

খ)মহিলাদের

আত্মকর্মসংস্থান ও

উন্নয়নের জন্য নিবন্ধীত

সক্রিয় মহিলা সংগঠন-

সমূহকে আবেদনের

ভিত্তিতে বছরে একবার

আর্থিক অনুদান দেয়া হয়।

নারী উন্নয়ণ ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন-  সচেতনতামূলক কার্যক্রম গ্রহন।

যেমন:-যৌতুক ও বাল্য-

বিবাহ প্রতিরোধ, জনম-

নিবন্ধন ও বিবাহ নিবন্ধনে

উদবুদ্ধকরন।

পলস্নীএলাকার

দরিদ্র গর্ভবতী

মহিলা।

 

 

 

 

 

 

 

 

 

কর্মক্ষম

প্রশিক্ষণপ্রাপ্ত

দরিদ্র নারী।

 

 

 

 

 

 

 

 

 

স্থানীয়

নির্যাতিত

নারী ও শিশু

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  ২মাস

 

 

 

 

 

 

 

 

 

 

 

ক)নীতিমালা

অনুযায়ী

উপজেলা

কমিটির

অনুমোদন

পর্যমত্ম---

২মাস।

 

 

খ)পুনঃ

বিনিয়োগত

১মাস।

 

 

আবেদন ও

অবহিত

হওয়ার

প্রেক্ষি তে

তাৎক্ষনিক-

ভাবে

পদক্ষেপ

গ্রহন।

 

 

 

 

 

 

 

আবেদন

প্রাপ্তির

১মাসের

মধ্যে।

 

আবেদনের

প্রেক্ষিতে

২মাসের

মধ্যে।

 

 

 

বছরব্যাপী

ও দিবস

অনুযায়ী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলো-ভিজিডি কর্মসূচী (দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলাদের মধ্যে ৩০কেজি চাল/গম বিতরণ),দরিদ্র মা’র জন্য ৩৫০/- মাতৃত্বকালীন ভাতা হারে বিতরণ, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিযোগ গ্রহণ ও মিমাংসাকরণ,স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা সৃষ্টির জন্য উঠান বৈঠক। দুঃস্থ ও দরিদ্র নারীদের বিভিন্ন ট্রেডে (সেলাই, ব্লক বাটিক, হাস-মুরগী পালন) প্রশিক্ষণ প্রদান, শিশু অধিকার পরিবীক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও পরিচালনা সর্বোপরি নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সচেতনতার জন্য বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপনের জন্য কার্যক্রম পরিচালনা করা হয়