Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ধলাপাড়া ইউনিয়ন

১১নং ধলাপাড়া ইউনিয়ন পরিষদ

ডাকঘরঃ শহরগোপীনপুর, উপজেলাঃ ঘাটাইল, জেলাঃ টাংগাইল।

স্থাপিতঃ১৯৪৮ খ্রিঃ

 

ভূমিকাঃ          ঢাকা বিভাগে টাংগাইল জেলার অন্তর্গত ঘাটাইল উপজেলায় ১১নং ধলাপাড়া ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নটি ভৌগলিক ভাবে এক চতুর্থাংশ নিচু এবং তিন চতুর্থাংশ উচু এবং সমতল ভূমি নিয়ে গঠিত। ঐতিহাসিক দিক থেকে ধলাপাড়া ইউনিয়নটি অতি মাধুর্য পুর্ন। এই ইউনিয়নে ধলাপাড়া সাত গম্বুজ মসজিদ, ধলাপাড়া চৌধুরী বাড়ী, সাগরদিঘী, বৈন্যার দিঘী, গুপ্তবৃন্দাবনের রাধাকৃষ্ণের পদচারনী তমাল গাছ রয়েছে। তাছাড়াও এই ইউনিয়নে জন্ম গ্রহণ করেছেন প্রখ্যাত সনেট কবি ইয়াজ উদ্দিন চৌধুরীর, 

সীমানাঃ           ঘাটাইল উপজেলা সদর হইতে প্রায় ২০ কিঃমিঃ পূর্ব দিকে শহরগোপীনপুর গ্রামে ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত। যার দক্ষিণে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন, পশ্চিমে দেওপাড়া ইউনিয়ন, উত্তরে রসূলপুর ইউনিয়ন, পূর্বে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইনায়েতপুর ইউনিয়ন।

আয়তনঃ                    প্রায় ৭৭.৬৪ বর্গ কিলোমিটার।

গ্রাম সংখ্যাঃ      ৭১ টি, মৌজাঃ ১৭ টি।

মোট জনসংখ্যাঃ            ৬৩,৫৩৪জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)

খানার সংখ্যাঃ   ১১,২৬৩ টি।

 

মানচিত্রঃ

গ্রাম ভিত্তিক লোক সংখ্যাঃ

যোগযোগ ব্যবস্থাঃপাকা রাস্তা ৫৫ কিলোমিটার, কাঁচা রাস্তা প্রায় ২৬০ কিলোমিটার।

 

দর্শনীয় স্থানঃ        ১। ধলাপাড়া চৌধুরী ম্যানর

                        ২। ধলাপাড়া বাজার কেন্দ্রীয় সাত গম্বুজ মসজিদ

                        ৩। তমাল গাছ, গুপ্তবৃন্দাবন

                         ৪। সাগরদিঘী ও বৈন্যারদিঘী

 

হাট বাজারঃ       ১। ধলাপাড়া হাট                ২। সাগরদিঘী হাট

 

সাংগঠনিক কাঠামোঃ চেয়ারম্যান, সদস্য, সদস্যা, সচিব ও গ্রামপুলিশ।

 

ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ

সভাকরণ, জন্ম মৃত্যু নিবন্ধন, বাজে প্রনয়ন, ত্রাণ সামগ্রী বিতরণ, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, উপকারভোগীদের তালিকা প্রনয়ন, জন্ম-মৃত্যু তথ্য নিবন্ধন ও সার্টিফিকেট প্রদান, ট্যাক্স, কর, লাইসেন্স ফি ধার্যকরণ ও আদায়, বিভিন্ন কমিটির সভাকরণ, ভিজিডি, ভিজিএফ কার্ডের তালিকা প্রনয়ন ও খাদ্যশস্য বিতরণ এবং গ্রাম আদালত পরিচালনা করণ।

 

বর্তমান চেয়ারম্যান ও কাউন্সিলরদের পরিচয় ও মোবাইল নম্বরঃ            

নাম

পদবী

নির্বাচিত এলাকা

মোবাইল নম্বর

জনাব হেকমত সিকদার

চেয়ারম্যান

ধলাপাড়া ইউনিয়ন

০১৭১২০৮৬১৩৩

জনাব মোছাঃ মরিয়ম সুলতানা

সংরক্ষিত সদস্য

১, ২ ও ৩

০১৭১৭০৫২৯০৮

জনাব মোছাঃ রুলিফা বেগম

৪, ৫ ও ৬

০১৭৫৪২৩৪৩৪০

জনাব মোছাঃ শেফালি আক্তার

৭, ৮ ও ৯

০১৭৫৩৬৯২০৩৯

জনাব মোঃ জাহাঙ্গীর আলম

সদস্য

০১৭১২৬০১১১১

জনাব মোঃ খলিলুর রহমান

০১৭১৬৬৫৪৭২১

জনাব মোঃ আনিছুর রহমান

০১৭১৫২৪৫৯১৪

জনাব মোঃ খোরশেদ আলম

০১৭১৪৮২০১৬৩

জনাব মোঃ সেলিম মিয়া

০১৭৩১৮২৮৩২৬

জনাব এ কে এম লিয়াকত হোসেন

০১৭১৮১৯৫৪৬৫

জনাব মোঃ ওয়াজেদ আলী

০১৭১৭২৪৩৭২৯

জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া

 

জনাব মোঃ সামছুল আলম

০১৭৪২৬৪৪৫০২

 


কর্মচারীবৃন্দঃ

        ইউপি সচিবঃ        জনাব সাকের হোসেন খান

          গ্রামপুলিশঃ

                        ১। মোঃ হাবিবুর রহমান                     মহল্লাদার

                        ২। শ্রী অমলেশ                                মহল্লাদার

                        ৩। শ্রী খুশি মহন                              মহল্লাদার

                        ৪।শ্রী বিষ্ণু পদ                                মহল্লাদার

                        ৫। মোঃ জহির উদ্দিন                       মহল্লাদার

                        ৬। শ্রী জীবন চন্দ্র                            মহল্লাদার

                        ৭। শ্রী সুশীল চন্দ্র আর্য্য                    মহল্লাদার

                        ৮। মোঃ আরিফুল ইসলাম                 মহল্লাদার

                       ৯। মোঃ নজরুল ইসলাম                    মহল্লাদার

                      ১০। মোঃ রেজাউল করিম                   মহল্লাদার

মাসিক কার্যক্রমঃ            সভাকরণ, ভিজিডি বিতরণ, বিভিন্ন কমিটির সভাকরণ, গ্রাম্য আদালত পরিচালনা করন।

বাজেটঃ            প্রস্তাবিত আয়ঃ ৫৬,১০,১৭২.৫০ টাকা

                        প্রস্তাবিত ব্যয়ঃ ৫৫,৬১,৮১৮.১০ টাকা

পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ১২০টি উন্নয়ন প্রকল্প গ্রহণ।

অন্যান্য তথ্যঃ

       সুবিধাভোগীদের তালিকাঃ

 ১। ভিজিডি কার্ডধারী           = ১৪৩ জন

২। বয়স্ক ভাতা                   = ৭৯৯ জন

৩। মাতৃত্ব ভাতা                 = ৩০জন

৪। প্রতিবন্ধী ভাতা               = ৯৫ জন

৫। বিধবা ও স্বামী পরিঃ ভাতা            = ১৬০ জন

প্রকল্প সমূহঃ       ১। কাবিখা            ২। টি আর            ৩। এডিপি           ৪। অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী

সরকারী প্রতিষ্ঠানঃ          ১। ইউনিয়ন ভূমি অফিস      ২। ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র  ৩। ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ৪। ধলাপাড়া জনতা ব্যাংক                                    ৫। সাগরদিঘী জনতা ব্যাংক  ৬। ফরেষ্ট রেঞ্জ অফিস-        ৭। ফরেষ্ট বিট অফিস-২টি     ৮। পশু হাসপাতাল                                     ৯। সাব রেজিষ্ট্রার অফিস       ১০। কৃষি বীজাগার              ১১। খাদ্য গুদাম

­

ইউডিসি উদ্দ্যোক্তাঃ            ১। মোঃ নাছির উদ্দিন          ২। খাদিজা আক্তার

শিক্ষা প্রতিষ্ঠানঃ     ১। কলেজ                       = ৩টি                ২। মাধ্যমিক বিদ্যালয়          = ৪টি

                        ৩। নিম্নমাধ্যমিক বিদ্যালয়    = ২টি                ৪। মাদ্রাসা                        = ৪টি

                        ৫। প্রাথমিক বিদ্যালয়          = সরকারী-১১টি, রেজিষ্ট্রার-১১টি

বেসরকারী প্রতিষ্ঠানঃ

এনজিও এবং আর্থিক প্রতিষ্ঠানঃ১। ধলাপাড়া গ্রামীণ ব্যাংক ২। সাগরদিঘী গ্রামীণ ব্যাংক ৩। ব্যুরো বাংলাদেশ৪। আশা, ধলাপাড়া শাখা

৫। আশা, সাগরদিঘী শাখা ৬। ব্র্যাক বিডিপি, ধলাপাড়া শাখা ৭। ব্র্যাক বিডিপি, সাগরদিঘী শাখা ৮। বাসা, সাগরদিঘী

৯। প্রশিখা মানবিক উন্নয়ন কেন্দ্র, ধলাপাড়া শাখা ১০। প্রশিখা মানবিক উন্নয়ন কেন্দ্র, ধলাপাড়া শাখা

১১। সোসাইটি ফর সোসাল সার্ভিস, সাগরদিঘী ১২। আশপাড়া এনজিও, সাগরদিঘী, ১৩। সেতু, ধলাপাড়া শাখা

১৪। সেতু, সাগরদিঘী শাখা ১৫। রিমসো ফাউন্ডেশন, ধলাপাড়া শাখা ১৬। জন উন্নয়ন ফাউন্ডেশন, ধলাপাড়া শাখা

১৭। আশার আলো, শহরগোপীনপুর শাখা।

ধর্মীয় প্রতিষ্ঠানঃ ১। মসজিদ   = ৮৮টি       ২। ঈদগাহ ময়দান  = ১৫টি             ৩। কবরস্থান         = ৩৭টি

                   ৪। মন্দির     = ১৬টি        ৫। শশ্মান           = ৮টি              ৬। আশ্রম             = ২টি

সংগঠনঃ  ১। ক্রীড়া সংগঠন    = ৮টি    ২। সাংস্কৃতিক সংগঠন = ৫টি      ৩। পেশাজীবি সংগঠন = ১৫টি

দর্শনীয় স্থানের বর্ণনাঃ

 ১। ধলাপাড়া চৌধুরী ম্যানর,ধলাপাড়া বাজার হইতে ১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

২। ধলাপাড়া বাজারে অবস্থিত- ধলাপাড়া বাজার কেন্দ্রীয় সাত গম্বুজ ধলাপাড়া জামে মসজিদ।

৩। সাগরদিঘী বাজারের ৩ কিলোমিটার পূর্বদিকে গুপ্তবৃন্দাবনের হাজার বছরের পুরানো তমাল বৃক্ষ।

৪। সাগরদিঘী বাজারের পূর্ব পার্শ্বে বিশাল আকৃতির সাগরদিঘী। যাহার নামের সাথে নামকরণ হয়েছে উক্ত ইউনিয়নের অন্যতম একটি ঐতিহাসিক এলাকা সাগরদিঘী। তার পাশেই রয়েছে আরো একটি বিশাল দিঘী যার বৈন্যারদিঘী।