Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ধলাপাড়া ইউনিয়নের ইতিহাস

ঢাকা বিভাগে টাংগাইল জেলার অন্তর্গত ঘাটাইল উপজেলায় ১১নং ধলাপাড়া ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নটি ভৌগলিক ভাবে এক চতুর্থাংশ নিচু এবং তিন চতুর্থাংশ উচু এবং সমতল ভূমি নিয়ে গঠিত। ঐতিহাসিক দিক থেকে ধলাপাড়া ইউনিয়নটি অতি মাধুর্য পুর্ন। এই ইউনিয়নে ধলাপাড়া সাত গম্বুজ মসজিদ, ধলাপাড়া চৌধুরী বাড়ী, সাগরদিঘী, বৈন্যার দিঘী, গুপ্তবৃন্দাবনের রাধাকৃষ্ণের পদচারনী তমাল গাছ রয়েছে। তাছাড়াও এই ইউনিয়নে জন্ম গ্রহণ করেছেন প্রখ্যাত সনেট কবি ইয়াজ উদ্দিন চৌধুরীর, 

সীমানাঃ           ঘাটাইল উপজেলা সদর হইতে প্রায় ২০ কিঃমিঃ পূর্ব দিকে শহরগোপীনপুর গ্রামে ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত। যার দক্ষিণে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন, পশ্চিমে দেওপাড়া ইউনিয়ন, উত্তরে রসূলপুর ইউনিয়ন, পূর্বে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইনায়েতপুর ইউনিয়ন।

আয়তনঃ           প্রায় ৭৭.৬৪ বর্গ কিলোমিটার।

গ্রাম সংখ্যাঃ      ৭১ টি, মৌজাঃ ১৭ টি।

মোট জনসংখ্যাঃ  ৬৩,৫৩৪জন (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)

খানার সংখ্যাঃ   ১১,২৬৩ টি।