শিরোনাম
গুপ্তবৃন্দাবন (তমাল বৃক্ষ)
স্থান
গৃপ্তবৃন্দাবন (তমালতলা), সাগরদিঘী, ধলাপাড়া, ঘাটাইল, টাংগাইল।
কিভাবে যাওয়া যায়
ঘাটাইল উপজেলা হইতে ঘাটাইল সাগরদিঘী পাকা রাস্তায় ঘাটাইল হইতে ২৬কিঃমিঃ পূর্বদিকে ঘাটাইল উপজেলা ও ধলাপাড়া ইউনিয়নের পূর্ব সিমান্তে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সীমান্ত এলাকা গুপ্তবৃন্দাবন। তাছাড়াও ময়মনসিংহের ভালুকা উপজেলা হতে সাগরদিঘী ভালুকা রাস্তায় গুপ্তবৃন্দাবন গ্রামটি অবস্থিত। টাংগাইল জেলার সখিপুর উপজেলা হতে/ মধুপুর উপজেলা হতে গারোবাজারের রাস্তা দিয়ে সাগরদিঘী বাজার হয়ে গুপ্তবৃন্দাবন যাওয়া যায়। ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের আলাউদ্দিন পার্কের পার্শ্বে সুয়াইতপুর বাজার অতি নিকটে গুপ্তবৃন্দাবন/ তলামতলা।
বিস্তারিত
গুপ্তবৃন্দাবনের ঐতিহ্য হাজার বছরের পুরনো তমাল বৃক্ষ। হিন্দু ধর্মালম্বীদের কৃষ্ণ দেবতা এই গুপ্তবৃন্দাবনের তমাল গাছটিতে বসে লীলা করতেন। বর্তমানেও কালের স্বাক্ষী হয়ে গাছটি দাড়িয়ে আছে। বর্তমানে হিন্দু সম্প্রদায় বিভিন্ন সময় মানসা, শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। হিন্দু ধর্মালম্বীদের ভক্তি শ্রদ্ধায় সমোজ্জল। গাছটি যেন কৃষ্ণের প্রতি এখনো শ্রদ্ধা নিবেদন করতে নুয়ে আছে মাটির সাথে। গাছটির শ্রদ্ধা বর্ষিত অবস্থান দেখে কৃষ্ণ ভক্তদের মনে জাগ্রত হয় প্রভুর প্রতি অনম্র শ্রদ্ধা।