Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ধলাপাড়া বাজার কেন্দ্রীয় (সাতগম্বুজ) জামে মসজিদ
স্থান
ধলাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি ধলাপাড়া বাজারে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
ঘাটাইল উপজেলা হইতে ১৪কিঃমিঃ পূর্ব দিকে ঘাটাইল সাগরদিঘী পাকা রাস্তার সাথে ধলাপাড়া বাজারে অবস্থিত। এই মসজিদটি শত বছরের পুরনো ঐতিহ্য ধলাপাড়া চৌধুরী পরিবার কর্তৃক নির্মানকৃত মসজিদ যাহা- ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত।
বিস্তারিত

ধলাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত ধলাপাড়া সাত গম্বুজ মসজিদটি এলাকার চৌধুরী পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত। মসজিদটি শত বছরের পুরনো সাত গম্বুজ বিশিষ্ট সাবলিল, সুন্দর ও নিপুন কারুকাজে সমাদৃত। মসজিদটির পাশে একটি মিনার ও সাথে ঈদগাহ মাঠ অবস্থিত। মসজিদটি ধলাপাড়া বাজার সংলগ্ন এবং ধলাপাড়া বাজারের অবস্থিত হওয়ায় এর নামকরন করা হয়েছে- ধলাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটি অনেক পুরনো হওয়ায় মাঝে মধ্যে এর সংস্কার করে ঐতিহ্য মন্ডিত মসজিদটির সৌন্দর্য অক্ষুন্ন রাখার প্রয়াস এলাকাবাসী ও চৌধুরী পরিবারের অন্যতম সাবেক চেয়ারম্যান- জনাব ববিন হায়দার চৌধুরী সাদী সাহেবের।

মসজিদ সম্পর্কে বিভিন্ন তথ্য নিম্নরুপ-

বিভাগ

 

ঢাকা

জেলা

 

টাঙ্গাইল

উপজেলা

 

ঘাটাইল

ইউনিয়ন/ওয়ার্ড

 

১১নং ধলাপাড়া ইউনিয়ন, ওয়ার্ড নং-02

মসজিদের নাম

 

ধলাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ

গ্রামের নাম

 

ধলাপাড়া

পোষ্ট কোড

 

১৯৮৩

প্রতিষ্ঠার তারিখ

 

বাংলা ১৩২৩ সন

মসজিদের অবকাঠামো ও সুবিধাদিঃ

মসজিদের আয়তন

 

দৈর্ঘ্য ৬০ ফুট, প্রস্থ্য ৪০ ফুট

মসজিদের কাঠামো (কাঁচা/পাকা)

 

পাকা

শুক্রবারে মুসুল্লির গড় সংখ্যা

 

৫০০ জন

বৈদ্যুতিক সুবিধা

 

আছে

পানি সরবরাহ

 

আছে

গ্যাস সরবরাহ

 

নাই

পায়খানা ও প্রস্রাবের ব্যবস্থা

 

পর্যাপ্ত নয়

বারান্দার আয়তন

 

দৈর্ঘ্য ৬০ ফুট, প্রস্থ্য ৩০ ফুট

মসজিদের অবসম্পদ ও আয়ঃ

মসজিদের সম্পত্তির পরিমাণ

 

২ একর ৫০ শতাংশ

চাঁদা/অনুদান বাবদ মসজিদের বার্ষিক আয়

 

২৫,০০০/-

অনুদান প্রদানকারী সংস্থার নাম ও ঠিকানা

 

 

মসজিদের সম্পত্তি কি সরকারী রেজিষ্ট্রিকৃত

 

ওয়াকফকৃত

মসজিদের পুকুরের আয়তন

 

১ একর ৫০ শতাংশ

মসজিদের বৃক্ষের সংখ্যা

 

৫০০টি

সরকারী ক্রমপুঞ্জিত অনুদান

 

নাই

ঘর ভাড়া বাবদ আয়

 

৩,০০০/-

অন্যান্য আয়

 

২,০০০/-

মসজিদের জনবলঃ

মসজিদের পরিচালনা প্রশাসন

 

২৫ সদস্য বিশিষ্ট

মসজিদের ইমাম

 

১ জন

মসজিদের নিয়মিত ইমাম

 

১ জন

মসজিদের খাদেম

 

১ জন

 

মসজিদের পরিচালিত কার্যক্রম

মসজিদের জনবলঃ

মসজিদের পাঠাগার

 

নাই

দায়িত্বপ্রাপ্ত লাইব্রেরীয়ান

 

 

পাঠাগারের ধরণ

 

 

পাঠাগারের মোট পুস্তক সংখ্যা

 

 

পাঠাগারের আলমারী সংখ্যা

 

 

পাঠাগারের মাসিক পুস্তক বিতরণ সংখ্যা

 

 

পাঠাগারভিত্তিক অনুষ্ঠান বাস্তবায়নের বার্ষিক সংখ্যা

 

 

পাঠাগারে সাইনবোর্ড/রেজিঃ খাতা

 

 

মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রঃ

মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র

 

নাই

কেন্দ্রের ধরণ

 

 

মোট শিক্ষার্থী সংখ্যা

 

 

শিক্ষকের নাম

 

 

শিক্ষাগত যোগ্যতা

 

 

প্রশিক্ষণপ্রাপ্ত

 

 

জেলার নাম (যে জেলার স্থায়ী বাসিন্দা)

 

 

উপজেলার নাম (যে উপজেলার স্থায়ী বাসিন্দা)

 

 

ডাকঘর ও ডাকঘর কোড

 

 

গ্রামের নাম (যে গ্রামে কেন্দ্র অবস্থিত)

 

 

অন্যান্য অনুষ্ঠানঃ

মসজিদভিত্তিক অনুষ্ঠানের নাম

 

পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও বাৎসরিক ঈদ উদযাপন

বার্ষিক মোট অনুষ্ঠানের সংখ্যা

 

 

মসজিদ সংলগ্ন আবাসন ও জনসাধারণের তথ্যঃ

মসজিদের সাথে সম্পৃক্ত বসতঘরের সংখ্যা

 

৪০০ পরিবার

বালক নর-নারীর সংখ্যা (১৮-তদুর্ধ)

 

৫০০ জন

শিশুর সংখ্যা (৪-৫ বয়স্তর)

 

২০০ জন

শিশুর সংখ্যা (6-18 বয়স্তর)

 

২০০ জন

এইচএসসি/সমমান পাশ শিক্ষিত লোকের সংখ্যা

 

৫০ জন

ডিগ্রি/সমমান পাশ শিক্ষিত লোকের সংখ্যা

 

৪০ জন

মাস্টার্স/সমমান পাশ শিক্ষিত লোকের সংখ্যা

 

২০ জন

মসজিদের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম

 

ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালয়