টাংগাইল থেকে ৬৪ কি:মি: উত্তর পূর্বে ঢাকা-কাকরাইদ পাকা সড়ক থেকে মাত্র ০.৫ কি:মি: পশ্চিমে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে ফুল-মালীর চালা ফজর গঞ্জ দাখিল মাদ্রাসাটি অবস্থিত । মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে রয়েছে বৃক্ষ বেষ্টিত একটি বাগান ও খেলার মাঠ যাহা মাদ্রাসার সৌন্দর্যকে বৃদ্ধি করেছে।মাদ্রাসায় রয়েছে ১টি সুপারিনটেনডেন্ট রুম,১টি শিক্ষক মিলানায়তন, ২টি ছাত্রী কমন রুম, ১টি বিজ্ঞানাগার, ১টি কম্পিউটার রুম ১টি মসজিদ সহ ১৫টি শ্রেণী কক্ষ।
১৯৯৭ ইং সালে অত্র এলাকার হিতৈষী শিক্ষানুরাগী জন সাধারণ ৪৮ হাত একটি ভবন তৈরী করে এবতেদায়ী ৫ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসাটির অগ্রযাত্রা শুরু হয়।পর্যায়ক্রমে স্থানীয় কর্তৃপক্ষ তথা উর্ধ্বতন কর্তৃপক্ষের উদার মনোভাবের ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে ২০৮ হাত মাদ্রাসা ঘরের পূর্ণাঙ্গতা আসে। অবশেবে ২০০৪ সালে অত্র মাদ্রাসা থেকে ছাত্র-ছাত্রীরা দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে আশানুরুপ ফল লাভ করতে সক্ষম হয়। এভাবেই উর্ধ্বতন কতৃপক্ষের আন্তরিকতার কারণে মাদ্রাসাটি ২০০৪ সালে এম. পি.ও. ভূক্তি লাভ করে। সকলের সার্বিক সহযোগীতায় উন্নয়ন কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০১০ সালে মাদ্রাসাটির সাথে দাখিল ভোকেশনাল শাখা খোলা হয়েছে ।
সভাপতি জনাব, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক
সদস্য সচিব জনাব, আব্দুল কাদের
দাতা সদস্য জনাব, আলহাজ রাইজ উদ্দিন
কো-অপ্ট সদস্য জনাব, আলহাজকামরুজ্জামান
ছাত্র অভিভাবক জনাব, মোঃ ওয়াজেদ আলী
ছাত্র অভিভাবক জনাব, মোঃ রমজান আলী
ছাত্র অভিভাবক জনাব, মোঃ আফসার আলী
ছাত্র অভিভাবক জনাব, মোঃ মিন্টু মিয়া
ছাত্র অভিভাবক জনাব মোছাঃ আমিনা আক্তার
শিক্ষক প্রতিনিধি জনাব, আব্দুল হালিম
শিক্ষক প্রতিনিধি জনাব, লাইজু সুলতানা লাকী
শিক্ষক প্রতিনিধি জনাব, মজনু মিয়া
বিগত ৪ বছরের সমাপনী পরীক্ষার ফলাফল
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জে.এস.সি. পরীক্ষার ফলাফল
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
দাখিল পরীক্ষার ফলাফল
|
জুনিয়র বৃত্তি সম্পর্কিত তথ্যঃ
|
২০১০ ও ২০১২ইং সনে ঘাটাইল উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে গৌরব অর্জন করে।
মাদ্রাসাটিতে আলিম স্তর খুলে এলাকার জনগণকে সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা।
আব্দুল কাদের |
9312834747944 |
সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:
২০২৩-০৮-২৯ ০৬:৪৭:০২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস |